গাজীপুরে নারী মাদক চোরাকারবারি আটক

গাজীপুরের বাসন থানার নলজানী এলাকা থেকে মোসা. শাহানাজ নামের এক নারী মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১। এ সময় তার কাছ থেকে ছয় হাজার ৪৯০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ।
র্যাবের একটি সূত্র জানায়, রবিবার রাত ১০টার দিকে র্যাব-১ এর একটি দল জানতে পারে, গাজীপুরের বাসন থানার নলজানী এলাকায় ইয়াবা বিক্রির জন্য কিছু মাদক চোরাকারবারি অবস্থান করছে। ওই খবর পেয়ে র্যাবের দলটি বাসন থানার নলজানী গ্রামের জয়দেবপুর-জয়দেবপুর চৌরাস্তা সড়কের এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপরে অভিযান চালায়। অভিযানে মোসা. শাহানাজ নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে ছয় হাজার ৪৯০ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ ঢাকাটাইমসকে বলেন, ‘জব্দকৃত মাদকদ্রব্য ও আটক নারীকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
আটক মোসা. শাহানাজ বরিশাল জেলার মৃত হানিফ মিয়ার মেয়ে।
(ঢাকাটাইমস/০৯মে/এএ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে : সুজিত রায় নন্দী

সাতক্ষীরা সীমান্তে অস্ত্র কারবারি আটক

কুষ্টিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

‘জ্ঞানের বিস্তার ঘটাতে বিতর্কের সঙ্গে থাকতে হবে’

কুড়িগ্রামের বন্যার্তদের পাশে ইশিখন.কম টিম

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যান আরোহীর মৃত্যু

‘খালেদা জিয়া গৃহবন্দি আর সুনামগঞ্জবাসী পানিবন্দি’

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দালালের খপ্পরে পড়ে আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু
