শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় গৃহবধূর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২২, ১৭:৫৯| আপডেট : ১০ মে ২০২২, ১৮:১৭
অ- অ+
প্রতিকী ছবি

শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় অভিমানে আত্মহত্যা করেছেন এক নব গৃহবধূ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কাড্ডালুরে।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, একটি বেসরকারি হাসপাতালের কর্মী সাতাশ বছর বয়সী গৃহবধূ রামাইয়ার বিয়ে হয় ৬ এপ্রিল কার্তিক নামের এক যুবকের সঙ্গে। শ্বশুরবাড়িতে শৌচাগার নেই এ কথা তিনি বিয়ের আগে জানতেন না। এ নিয়ে বিয়ের পরই সমস্যা তৈরি হয়। তিনি কার্তিককে শৌচাগার বানাতে বলেন। কিন্তু তার এই দাবিতে কর্ণপাত করেনি কার্তিক। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যও হয়। এর পরই রামাইয়া শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান।

গৃহবধূ রামাইয়া

রামাইয়া তার স্বামী কার্তিককে চেন্নাই থেকে চার ঘণ্টা দূরত্বে শৌচাগার আছে এমন বাসা দেখতেও বলেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়। কিন্তু স্ত্রীর এমন দাবিতে ক্ষ্যাপে যায় কার্তিক। রবিবার রাতে রামাইয়ার সঙ্গে তার বাপের বাড়িতেই কথা কাটাকাটি হয় কার্তিকের।

সোমবার সকালে রামাইয়ার মা তাকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে দেখেন গলায় দড়ি বাঁধা অবস্থায় সিলিং ফ্যানে ঝুলছে মেয়ের দেহ। প্রতিবেশিদের সহায়তায় তিনি মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

(ঢাকাটাইমস/১০মে/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শোকের দিনে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মাইলস্টোন ট্র্যাজেডি: সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানবিক বিপর্যয়ে রাজনীতি নয়: ব্যারিস্টার আনিসুল
এনসিপির পদযাত্রা আগামীকাল চাঁদপুর থেকে আবার শুরু হচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা