রংপুরে রাসেল-শামীমার নামে প্রতারণা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা

রংপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ০৮:৩১
অ- অ+

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের নামে রংপুরে প্রতরণা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী আমলি আদালতের বিচারক এফ.এম আহসানুল হক এ আদেশ দেন।

নগরীর ব্যবসায়ী অমিত বণিক মামলাটি করেন। বাদীর আইনজীবী সিপন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, কোম্পানিটি ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে টিভি, সিসি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা পণ্য সরবরাহের কথা বলে তিন দফায় ২০ লাখ ‌‌‌‌‌৪৬ হাজার ৯৮৫ টাকা আত্মসাৎ করেছে। অর্ডারা দেয়া পণ্য ৪৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা আসামিরা তা করেননি। এই অভিযোগে আদালতে প্রতারণার মামলা করেছেন ব্যবসায়ী অমিত।

এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় একই ধরনের অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক।

ওই মামলায় পরের দিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এর পরে বিভিন্ন মামলায় আসামিদের রিমান্ডে নেয়া হয়। এর মধ্যে শামীমা সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৬ এপ্রিল কারামুক্ত হয়েছেন।

রাসেল চেক প্রতারণার নয়টি মামলায় জামিন পেয়েছেন। আরও কিছু মামলা থাকায় তিনি এখনো কারামুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী আহসান হাবীব।

(ঢাকাটাইমস/১৩মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা