পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ১১:০১

সাপ্তাহিক ছুটির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল থেকেই যানবাহনের চাপ বাড়ছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক যানবাহন। যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

পাটুরিয়া ঘাট ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকামুখী তিন কিলোমিটার এলাকা পর্যন্ত ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। বর্তমানে শতাধিক বাস ও প্রাইভেটকার এবং পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শুক্রবার আসলে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। পাটুরিয়ার প্রান্তের পাঁচটি ঘাটই সচল রয়েছে। ফেরি বহরের ছোট বড় ২০টি ফেরি দিয়ে যানবাহন পাড় করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংখ্যা বাড়ছে। সন্ধ্যার আগেই ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।

(ঢাকাটাইমস/২৭মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :