এক বছর পর ফিরে প্রথম ম্যাচেই বাদ সেরেনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৮:৫২
অ- অ+

উইম্বলডন নিয়ে বেশ স্বপ্ন দেখছিলেন আমেরিকান তারকা টেনিসার সেরেনা উইলিয়ামস। কিন্তু সে আশায় গুড়েবালি। দীর্ঘ এক বছর পর টেনিস কোর্টে ফিরে প্রথম রাউন্ডেই বাদ পড়লেন ২৩বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিসার। ফরাসি টেনিসার হারমনি তানের কাছে ৭-৫, ১-৬ ও ৭-৬(১০-৭) ব্যবধানে হেরেছেন।

ম্যাচের প্রথম সেটটা বেশ জমেছিলো। একটি পয়েন্ট যদি সেরেনা পায়, অন্যটি নিজের করে নেয় হারমনি। এভাবে চলতেই থাকে। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকান টেনিস সুন্দরীকে ৭-৫ গেম পয়েন্ট হারিয়ে লিড নেন ২৪ বছর বয়সী ফরাসি টেনিস তারকা।

অবশ্য ম্যাচের দ্বিতীয় সেটেই আপনরূপে ফিরে আসেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবার প্রতিপক্ষকে পাত্তাই দেননি তিনি। ৬-১ গেম পয়েন্টে এই সেট জিতে নিয়ে সতায় ফেরেন সেরেনা। তাই তৃতীয় ও শেষ সেটটি হয়ে দাঁড়ায় জয় নির্ধারণী।

এই সেটে হার মেনে নিতে চাননি কেউই। এক পর্যায়ে ব্যবধান ৭-৬ হলে ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে আর উদীয়মান তরুণ টেনিসারকে হারাতে পারেননি নারী টেনিসের অন্যতম সফল সেরেনা। টাইব্রেকারে তিনি হেরে যান ১০-৭ ব্যবধানে। তাতেই এবারের আসর থেকে বাদ পড়তে হয় তাকে।

(ঢাকাটাইমস/২৯জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা