‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’, বাবার কবিতা তুলে ধরলেন মৌলি আজাদ

হুমায়ুন আজাদ। ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, গবেষক ও অধ্যাপক। প্রথাবিরোধী ও বহুমাত্রিক এ লেখকের বড় মেয়ে মৌলি আজাদ।
নানা সময়ে বাবার সৃষ্টিকর্মকে তুলে ধরেন মৌলি আজাদ। মঙ্গলবার সকালে ফেসবুকে মৌলি তার আইডিতে হুমায়ুন আজাদের ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ কবিতাটি শেয়ার করে শুভ সকাল জানিয়েছেন।
চলুন মৌলি আজাদের সঙ্গে আমরাও একবার পড়ে নিই সেই কবিতা—
আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে
নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ - পরিষদ; চলে যাবে, অত্যন্ত উল্লাসে
চলে যাবে এই সমাজ- সভ্যতা- সমস্ত দলিল
নষ্টদের অধিকারে ধুয়েমুছে, যে- রকম রাষ্ট্র
আর রাষ্ট্রযনত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের
অধিকারে। চলে যাবে শহর বন্দর গ্রাম ধানখেত
কালো মেঘ লাল শাড়ি শাদা চাঁদ পাখির পালক
মন্দির মসজিদ গির্জা সিনেগগ পবিত্র প্যাগোডা।
অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে,জনতাও যাবে;
চাষার সমস্ত স্বপ্ন আঁস্তাকুড়ে ছুঁড়ে একদিন
সাধের সমাজতন্ত্রও নষ্টদের অধিকারে যাবে।
আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে।
কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ
নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ
শ্রাবনের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।
রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশঙ্করের
সমস্ত আলাপ হদয়সপনদন গাঁথা ঠোঁটের আংগুর
ঘাইহরিণীর মাংসের চিৎকার মাঠের রাখাল
কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে।
চলে যাবে সেই সব উপকথা: সৌন্দর্য প্রতিভা মেধা
এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা
নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে
অত্যন্ত উল্লাসভরে নষ্টদের অধিকারে যাবে।
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

হেরিটেজ স্টেশনে

কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা

নীলাম্বরী কাজীবাড়ী

নোবেল বিজয়ী জাপানি লেখক কেনজাবুরো ওয়ে মারা গেছেন

‘সৃজনশীল সাহিত্যের আবেদন সর্বকালীন’

“শতবর্ষে সোমেন” শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন শুরু শুক্রবার

সেই ছেলেটি!

১০ মার্চ শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন
