নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফেসবুক আইডি হ্যাকড

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৩:০১
অ- অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

রবিবার (১৪ আগস্ট) থেকে উপাচার্যের ফেসবুক আইডি হঠাৎ উধাও। দুইদিন চেষ্টা করেও আইডি ফেরৎ পায়নি। আজ মঙ্গলবার উপাচার্য সৌমিত্র শেখর ত্রিশাল থানায় একটি জিডি করেছেন বলেও জানা গেছে। জিডি নাম্বার ৭৯২।

ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, "কয়েকদিন ধরে আমার ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি ইতিমধ্যেই আইনের আশ্রয় গ্রহণ করেছি। আমার ভেরিফাইড আইডি নিয়ে কেউ বিভ্রান্তিকর অবস্থায় পড়বেন না। আশা করি দ্রুতই প্রশাসনের সহায়তায় আমার ফেসবুক আইডি ফিরে পাবো।"

জিডির বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, "আমরা ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে জিডি গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমরা বিটিআরসির চেয়ারম্যান রমনা, ঢাকার কাছে প্রতিবেদন পাঠিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।"

উল্লেখ্য, ফেসবুকের ফলোয়ার যারা তারা কেবল হ্যাক হওয়া আইডিটি দেখতে পাচ্ছে। যারা বন্ধু তালিকায় রয়েছে তারা আইডিটিকে দেখতে পাচ্ছে না। আইডিটি নিয়ে উপাচার্য সকলকে সতর্ক থাকাতেও বলেছেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা