কোটি টাকার অবৈধ সম্পদ: পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৮:০৪

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) খন্দকার মুঈনুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-১ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম। এর আগে মামলাটি তদন্ত করেন দুদকের সাবেক উপপরিচালক রাহিলা খাতুন। সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৮৮ হাজার ১৯৩ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন ও নিজ নামে ৯৩ লাখ ৭০ হাজার ৯৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই আসামি খন্দকার মুঈনুর রহমানের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হলে এর প্রেক্ষিতে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে এক কোটি ৬২ লাখ ২৭ হাজার ৭১২ টাকা মূল্যের স্থাবর এবং দুই কোটি ৭৯ লাখ ৮৪ হাজার ৪৫৩ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন।

দুদকের অনুসন্ধানে খন্দকার মঈনুর রহামানের নামে স্থাবর অস্থাবর মিলিয়ে পাঁচ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ৯৫৪ টাকা মূল্যের সম্পদের প্রমাণ পাওয়া যায়। এ সময় তার নামে চার কোটি ২০ লাখ ছয় হাজার পাঁচ টাকার মূল্যের বৈধ আয় পাওয়া যায়। হিসাবে দেখা যায় তার ৯৩ লাখ ৭০ হাজার ৯৪৯ টাকা অতিরিক্ত যে সম্পদ রয়েছে তা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সাভারে একই পরিবারের তিনজনকে হত্যা: অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার

শাহজালালে ৩৫০০ ইয়াবাসহ একজন আটক

প্রসূতি আঁখি ও নবজাতকের মৃত্যু: তদন্তের তথ্য জানাতেও গড়িমসি সেন্ট্রাল হাসপাতালের

সাংবাদিক ইলিয়াসকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আইফোন কিনতে বাসা-বাড়িতে স্বর্ণালংকার চুরি কলেজশিক্ষার্থীর

উত্তরার বিআরটিএ অফিসে ছদ্মবেশে দুদক টিম, মিলল দালালের সক্রিয়তা ও অনিয়মের প্রমাণ

চাঁদপুরে লাইভ সম্প্রচারকালে অস্ত্রশস্ত্র নিয়ে ‘বালুখেকো’ সেলিমের নেতৃত্বে হামলা, সাংবাদিকসহ আহত ২০

কেন মন খারাপ ডা. সাবরিনার?

ফ্রিজে বাসি-পচা মাংস, মুঘল কাবাবকে দুই লাখ টাকা জ‌রিমানা

বার্নিকাটের ওপর হামলা: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :