সাহসী দৃশ্যে কতটা সাবলীল মিমি চক্রবর্তী?

টলিউড পেরিয়ে সম্প্রতি বলিউডের ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার অন্যতম সুন্দরী নায়িকা মিমি চক্রবর্তী। কলকাতার ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির এক জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে আলিয়া ফজলের সঙ্গেও কাজ করবেন।
তবে টলিউডের সঙ্গে বলিউডের কাজের ধরণ অনেকটাই আলাদা। সাহসী দৃশ্য টলিউডেও দেকা যায়, সেই হারটা বলিউডে একটু বেশিই। যদিও টলিউডের তেমন কোনো সাহসী দৃশ্যে মিমিকে খুব একটা দেখা যায়নি। ফলে মুম্বাই গিয়ে সাহসী দৃশ্যে কতটা সাবলীল অভিনয় করতে পারবেন মিমি?
এ নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের ঝাঁপি খুলেছেন এই টলিউড নায়িকা। শুরুতে তার কাছে প্রশ্ন আসে এখনো কেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেননি তিনি? মিমি বলেন, ‘হয়তো মনের মতো চরিত্র পাইনি। আসলে আমি একটু চুজি। একটা সময় বছরে চারটা ছবি করেছি। তখন মনে হত আমি সব করব, কিন্তু এখন মনে হয় আমি সেরা কাজটা করব’।
পর্দায় চুমু খেতে আজও আপত্তি রয়েছে? মিমি বলেন, ‘আমি বরাবরই একটাই মানুষ। আমি পাল্টাইনি, কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার নেওয়াটা আমাদের কর্তব্য। একটা চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্রটা, সেটা আমি নই।’
মিমির কথায়, ‘যদি আমার চরিত্রটায় চুমুর দৃশ্যের ডিম্যান্ড থাকে তাহলে তখন দেখা যাবে। এমন নয় যে করব না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য। স্ক্রিপ্টে যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা আমার যদি মনে হয় আমি করতে পারব তবেই কাজটা আমি করব।’
২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’র হাত ধরে মিমির অভিনয়ে হাতেখড়ি। ধারাবাহিকের পর কাজ শুরু করেন বড় পর্দায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রুপালি পর্দায় দর্শক তাকে শেষ দেখেছে মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবিতে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএইচ)

মন্তব্য করুন