প্যারালাইজড হয়ে হাসপাতালে ‘বাপ্পারাজের নায়িকা’, চান প্রধানমন্ত্রীর সহায়তা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ১৪:৪২
অ- অ+

আশির দশকের সাড়া জাগানো গান ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানটির কথা অনেকের মনে আছে হয়তো। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার গান এটি। শাকিলা জাফর ও তপন চৌধুরী গাওয়া গানটিতে সে সময় ঠোঁট মিলিয়েছিলেন নায়করাজের ছেলে বাপ্পারাজ ও চিত্রনায়িকা রঞ্জিতা।

বাপ্পারাজের সেই নায়িকা গত কয়েকদিন ধরে প্যারালাইজড হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন। স্ট্রোক করায় তার বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে। বর্তমানে ভর্তি আছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে। আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায় বর্তমানে অসহায় জীবনযাপন করছেন তিনি। গণমাধ্যমের কাছে জানাচ্ছেন বাঁচার আকুতি।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করায় রঞ্জিতার পা-হাত অবশ হয়ে যায়। বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। রঞ্জিতা বলেন, ‘আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমি সুস্থ হয়ে উঠতে চাই, আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। আমার উপার্জনের পথ নেই। প্রধানমন্ত্রী ছাড়া আমাকে আর কে বাঁচাতে পারেন, তিনি মমতাময়ী।’

এই অভিনেত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, `আমার এক ভাই রয়েছে সে প্রতিবন্ধী। আমার চিকিৎসা ব্যয়বহুল। আমার কোনো পথ নেই, আমি বেঁচে থাকতে চাই।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও তিনি সহযোগিতার আহবান জানান।

রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বিনের বাদশা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন রঞ্জিতা। অভিনয় ক্যারিয়ারে ২৯টি সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি প্রায় ২০টি সিনেমা প্রযোজনাও করেছেন এই নায়িকা। অথচ নিয়তির খেলায় তিনি আজ নিঃশ্ব।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা