শ্রাবন্তীর বিরুদ্ধে নতুন মামলা করলেন তৃতীয় স্বামী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ২০:২৮
অ- অ+

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। সেই মামলায় নতুন মোড়। আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগে শ্রাবন্তীর বিরুদ্ধে রবিবার নতুন এক মামলা করেছেন রোশন।

সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে মামলাটি করেছে রোশনের আইনজীবী। একে বলা হয় ‘পার্জারি’ মামলা। শপথ নিয়ে যদি কোনো ব্যক্তি বা আইনি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তবে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা যায়।

আচমকা অভিনেত্রীর বিরুদ্ধে কেন এই ধরণের অভিযোগ তুললেন তার তৃতীয় স্বামী? জানা গেছে, শুধু ডিভোর্স নয়, রোশনের বিরুদ্ধে খোরপোষের মামলাও করেছিলেন শ্রাবন্তী। মাসিক সাত লাখ টাকা করে খোরপোষের দাবি করেন টলিউডের প্রথম সারির এই নায়িকা।

সেই সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেছিলেন শ্রাবন্তী। সেখানেই নাকি বেশ কিছু তথ্য ভুয়া ছিল বলে অভিযোগ রোশনের। আলিপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৬ ডিসেম্বর।

এ বিষয়ে শ্রাবন্তী সংবাদমাধ্যমকে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই জানাতে চান না তিনি। সূত্রের খবর, রোশনের অভিযোগ, নির্বাচনে দাঁড়ানোর সময় নিজের যে আয়-ব্যয়ের খতিয়ান দিয়েছিলেন শ্রাবন্তী, তার সঙ্গে ডিভোর্সের মামলায় দেওয়া হিসাবের অসংগতি রয়েছে।

২০২০ সালের পূজার সময় থেকে এক ছাদের তলায় থাকেন না শ্রাবন্তী ও রোশন। এরপর সময় যত গড়িয়েছে ততই দুজনের দাম্পত্য কহল প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি। রোশনের সঙ্গে সংসার করতে চান না অভিনেত্রী।

কাগজে কলমে তিন নম্বর বিয়ের পাট চুকিয়ে ফেলতে চান শ্রাবন্তী। গত দুই বছর ধরে চলছে এই মামলা। এবার শ্রাবন্তীর উপর পাল্টা মামলা করলেন রোশন। টলিউড নায়িকা এর আগে প্রথমে চিত্রপরিচালক রাজিব বিশ্বাস এবং পরে মডেল কৃষেণ ব্রজকে বিয়ে করেছিলেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা