কোলন ক্যানসারে আক্রান্ত পেলে! কেমন এই রোগ? লক্ষণই বা কী

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:৩৮| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১২:৪০
অ- অ+

কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলে। মাস খানেক ধরে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি তিনি। সেপ্টেম্বরে কোলনের পরীক্ষা করানো হয় তিনটি বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকার। এরপরই জানা যায় ক্যানসারে আক্রান্ত পেলে।

কিন্তু কোলন ক্যানসার আসলে কী?

অন্ত্র বা কোলনে আমাদের সমস্ত খাবার হজমের প্রক্রিয়া চলে। ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র নিয়ে মানুষের সম্পূর্ণ অন্ত্র। অন্ত্র (কোলন) আর মলদ্বার (রেক্টাম) শরীরের নিচের অংশে থাকে। এই অঙ্গের যে কোনো অংশে ক্যানসার হলে তাকে বিজ্ঞানের পরিভাষায় কোলন বা কোলোরেক্টাল ক্যানসার বলে।

এ রোগের লক্ষণ কী?

বেশিরভাগ সময় কোলন ক্যানসারের লক্ষণ আগে থেকে বোঝা সম্ভব হয় না। কিছু লক্ষণ রোগের প্রকোপ অনুযায়ী দেখা দেয়। অনেকে প্রথমদিকে লক্ষণগুলো সাধারণ পেটের সমস্যা ভেবে এড়িয়ে চলেন। এতে রোগ আরও জটিল আকার ধারণ করে।

কোলন ক্যানসারের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন-

১। প্রধান সমস্যা দেখা দেয় মলের প্রকৃতিতে। হঠাৎ হঠাৎ ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বা ঘন ঘন মলের প্রকৃতি পাল্টে যাওয়া কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ।

২। কোলন ক্যানসারের আরেকটি লক্ষণ হলো মল থেকে রক্ত নির্গত হওয়া। এই লক্ষণ পাইলস বা মলদ্বারের সমস্যা হলে দেখা দেয়। তবে কোলন ক্যানসার হলেও একই লক্ষণ দেখা দিতে পারে।

৩। দীর্ঘক্ষণ ধরে পেটে মোচড় দিয়ে ব্যথা ও গ্যাস হওয়া। এই ক্যানসার হলে মলত্যাগের সময় পেট সম্পূর্ণ পরিষ্কার হয়নি, এমন অনুভূতিও হয়।

৪। অন্য ক্যানসারের মতো এই ক্যানসারেও প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলবোধ হতে পারে। এছাড়া হঠাৎ করে ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। কাজেই উপরোক্ত লক্ষণগুলো দেখলেই সতর্ক হোন, চিকিৎসকের পরামর্শ নিন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা