গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি. ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২২, ১৪:৩১| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৫:৪৭
অ- অ+

নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন।

শনিবার সকালে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম (৪০) চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকার মৃত তাল মিয়ার ছেলে।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলছেন, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। আজ সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম দাঁত মাজতে মাজতে ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির বড় ভাই আহমদ আলী বলেন, বেলুন ফোলানোর ওই গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে রাসায়নিকও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।

চাঁনপুর ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মুরাদ হাসান বলেন, নিহত মো. নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বলছেন যে এটি একটি দুর্ঘটনা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা