গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন।
শনিবার সকালে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম (৪০) চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের বগডহরিয়াকান্দি এলাকার মৃত তাল মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা বলছেন, নুরুল ইসলামের বড় ভাই আহমদ আলী (৪৫) ওই গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন। আজ সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম দাঁত মাজতে মাজতে ওই সিলিন্ডারের সামনে যান। এ সময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই নুরুল ইসলামের মৃত্যু হয়।
নিহত ব্যক্তির বড় ভাই আহমদ আলী বলেন, বেলুন ফোলানোর ওই গ্যাস সিলিন্ডারটি ঘরের এককোণে রাখা ছিল। নতুন করে কিছু বেলুন ফোলানোর জন্য এতে রাসায়নিকও দেওয়া ছিল। এটি হঠাৎ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।
চাঁনপুর ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মুরাদ হাসান বলেন, নিহত মো. নুরুল ইসলামের পরিবারের সদস্যরা বলছেন যে এটি একটি দুর্ঘটনা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে বোমা মারলো কারা?

বগুড়ার ৪ আসনে প্রার্থী হলেন বিএনপির সাবেক নেতারা

তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, ভোগান্তিতে যাত্রীরা

নরসিংদী-১: স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১২
