ইউক্রেন যুদ্ধে মার্কিন নেভি সিলের সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ১১:১৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১২:৫১
অ- অ+

পূর্ব ইউক্রেনে যুদ্ধের ময়দানে মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম ড্যানিয়েল সুইফট। মার্কিন নৌবাহিনী এই খবর নিশ্চিত করেছে। তবে নিহত ড্যানিয়েল পালিয়ে যাওয়া সদস্য বলে জানিয়েছে নেভি সিল।

ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করা সুইফট ১৮ জানুয়ারি মারা গেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে সিবিসি নিউজ জানায়, এর আগে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মক আহত হন ড্যানিয়েল।

এদিকে মার্কিন পরারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আমরা নিশ্চিত করতে পারি যে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।” তবে এই বিবৃতিতে সুইফটের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগে আছি এবং সম্ভাব্য সব ধরনের কন্স্যুলার সহযোগিতা দেয়া হচ্ছে। ভিকটিম পরিবারের সম্মান রক্ষার জন্য এই কঠিন সময়ে এর চেয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না।”

ড্যানিয়েল সুইফট আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের নাগরিক। তিনি ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেয়ার জন্য তিনি পদক পেয়েছিলেন। ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি মার্কিন বাহিনীতে ছুটি ছাড়া অনুপস্থিত রয়েছেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
লঙ্কান ঘূর্ণিতে ৭৭ রানে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা