জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব, সম্পাদক হাসিব

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৩, ২০:৫৭
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী পর্ষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বাংলাদেশ পোস্ট এর হাসিব সোহেল।

রবিবার দুপুর ১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ।

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। জাবি প্রেসক্লাবের সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এছাড়াও উক্ত নির্বাচনে সহসভাপতি পদে মোসাদ্দেকুর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক নোমান বিন হারুন (আমাদের সময়), কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ (দ্য বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক (আমার সংবাদ) এবং কার্যকরী সদস্য হিসেবে রাহাত চৌধুরী (দৈনিক আজকালের খবর) ও মো. সৌরভ (দৈনিক আমার বার্তা) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাবি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সকল সদস্যদের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’

এসময় সহকারী নির্বাচন কমিশনার, সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমান এবং নির্বাচনে সাচিবিক দায়িত্ব পালন করা জাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এসময় তিনি বলেন, ‘নির্বাচন যেকোনো সংগঠনের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। জাবি প্রেসক্লাব প্রতিবছর সঠিক সময়ে নিবার্চন অনুষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে প্রেসক্লাবকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

এছাড়া নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচন পর্যবেক্ষণ করেন জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ছায়েদুর রহমান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহেদ রানা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশারসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা