র‍্যাবের সঙ্গে গোলাগুলি, জামাতুল হিন্দাল শারক্বীয়ার সামরিক প্রধান গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:১৬

কক্সবাজারের কুতুপালং এলাকায় জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঈন বলেন, ‘কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা জঙ্গিরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করে র‍্যাব।’ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাতে ব্রিফিং করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে গত ১১ জানুয়ারি নতুন সংগঠনটির পাঁচ ‘সদস্যকে’ গ্রেপ্তার করে বলে জানায় র‍্যাব। তারা হলেন- নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ, সালেহ আহমেদ ওরফে সাইহা, সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন, বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু এবং ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাহ। পাহাড়ে প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ৮ ডিসেম্বর জঙ্গি সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট। তারা হলেন- কবীর আহমদ, মো. ইয়াসিন এবং আব্দুর রহমান ইমরান। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, ছয়টি একনলা বন্দুক, প্রায় দেড়শ গুলি ও বিস্ফোরণ সামগ্রী জব্দ করা হয়।

আর ২ জানুয়ারি নতুন জঙ্গি দলটির নয়জন ‘সদস্যকে’ পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাব। যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতে ঘর ছেড়েছিল। তাদের মধ্যে চারজন তরুণ এবং পাঁচজন তরুণী ছিলেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী আবুল কাশেমের বিরুদ্ধে দুদকের মামলা

রূপগঞ্জে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

এই বিভাগের সব খবর

শিরোনাম :