বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ধ্রুব এষসহ ১৫ কবি-লেখক-গবেষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:২৬| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫
অ- অ+

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় এবার ১৫ জন সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।

বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন:

কবিতায়: ফারুক মাহমুদ ও তারিক সুজাত। কথাসাহিত্যে: তাপস মজুমদার ও পারভেজ হোসেন। প্রবন্ধ/গবেষণায়: মাসুদুজ্জামান অনুবাদে: আলম খোরশেদ। নাটকে: মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল। শিশুসাহিত্যে: ধ্রুব এষ। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায়: মুহাম্মদ শামসুল হক। বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায়: সুভাষ সিংহ রায়। বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে: মোকারম হোসেন। আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে: ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

এদিকে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে এ পুরস্কার প্রদান করবেন।

প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এতে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা। এছাড়াও পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা পত্র ও স্মারক প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা