চয়নিকার নতুন যুগল ও একটি রোমান্টিক গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪২
অ- অ+

‘বিশ্বসুন্দরী’র সিয়াম আহমেদ ও পরীমনির পর ঢাকাই সিনেমায় আরও এক নতুন যুগল আবিষ্কার করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। দর্শকনন্দিত অভিনেতা মাহফুজ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে জুটি করে এরইমধ্যে দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’র কাজ শেষ করেছেন তিনি। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ ছবির রোমান্টিক গান ‘মেঘের নৌকা’ ইউটিউবে প্রকাশ উপলক্ষে রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উঠে আসে সিনেমার নতুন জুটি, মুক্তির প্রস্তুতি ও শুটিংয়ের অভিজ্ঞতাসহ নানা প্রসঙ্গ। এ সময় উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী, মাহফুজ আহমেদ, শবনম বুবলী, সিনেমার প্রযোজক, কাহিনীকারসহ অন্যান্য কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে সিনেমার কাহিনি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রেম মানেই না পাওয়ার অনুভূতি। আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে, চোখে যা দেখা যায় আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনিই হচ্ছে একটি প্রহেলিকা।’ নির্মাতার ভাষ্য, ‘মানুষ এখন কন্টেন্ট পছন্দ করে। প্রহেলিকাও দর্শকের পছন্দ হওয়ার মতো একটা কন্টেন্ট।’

কাহিনিকার পান্থ শাহরিয়ারের এই কন্টেন্টটি নিয়ে দেড় বছরের বেশি সময় ধরে অনুশীলন করে ‘প্রহেলিকা’ নির্মাণ করা হয়েছে বলে জানান চয়নিকা। এ নির্মাতা বলেন, ‘একটি সুন্দর কন্টেন্টের পেছনে যখন এত শ্রম দেওয়া হয়, সে কন্টেন্ট মানুষের পছন্দ না হওয়ার সুযোগ থাকে না। দর্শক যেহেতু গল্প পছন্দ করেন, আমার বিশ্বাস দর্শক হলে গিয়ে ‘প্রহেলিকা’ দেখবেন এবং পছন্দ করবেন।’

সহশিল্পী মাহফুজ আহমেদ প্রসঙ্গে নায়িকা বুবলী বলেন, ‘আমি বলব না মাহফুজ ভাই কামব্যাক করেছেন। কারণ তিনি আমাদের অভিনয় শিখিয়েছেন, রোমান্টিকতা শিখিয়েছেন, তার অসংখ্য নাটক-সিনেমার মাধ্যমে। ফলে তিনি তার কাজের মাধ্যমে আমাদের সঙ্গে বরাবরই ছিলেন। আমি বলল, তিনি কাজে আবার সরব হয়েছেন এবং তার সঙ্গে আমার কাজ করাটা সৌভাগ্যের।’

‘প্রহেলিকা’ সিনেমাটির মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর রুপালি পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একাধিক বার মিটিং ও চিত্রনাট্য পড়ার পর এই সিনেমায় যুক্ত হওয়া। সবকিছু মিলিয়ে এতে অভিনয়ের জন্য অভিনেতা মাহফুজ আহমেদ নিজেকে বাধ্য করেছেন। কারণ, গল্পটা চমৎকার। পর্দায় সিনেমাটি দেখলেই তা বুঝতে পারবেন।’

অনেক দিন পর ফিরে কেমন লাগছে? মাহফুজ বলেন, ‘ছোটবেলায় বার্ষিক পরীক্ষার সময় যে অবস্থা হতো, এখনো সেই অবস্থা। বুবলী মহাপ্রতিষ্ঠিত নায়িকা। আমার সঙ্গে আরও ছিলেন সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা। যারা এখন ওটিটি মাত করছে। আমার ভয়ের কারণ ছিল, ওদের সঙ্গে পাল্লা দিতে পারব কি না। কারণ, এটা তো সত্যি লম্বা সময় আমি ক্যামেরার বাইরে।’

শুটিংয়ের শুরুর দিনের কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘প্রথম দৃশ্য করেছিলাম বুবলীর সঙ্গে। আমি সত্যিই সেদিন নার্ভাস ছিলাম। তবে এটাও ভরসা ছিল, সাঁতার একবার শিখলে সেটা তো আর ভুলে যাওয়ার কথা নয়। এরপর একটি দৃশ্য করছি, আর মনিটরে গিয়ে দেখেছি। দেখলাম, না হচ্ছে! চরিত্র থেকে বের হতে অনেক সময় লেগে যায়।’

মাহফুজ আরও বলেন, ‘প্রথম দৃশ্যে জড়তা ছিল। অনেক দিন পর ক্যামেরার সামনে আসা। সেটা অন্য কেউ হলেও হতো। দীর্ঘদিন পেশাদার অভিনেতা ছিলাম, আছি, থাকব। শুরুতে নার্ভাস থাকলেও শেষটা সুন্দর হয়। কেউ-ই তখন নার্ভাস থাকে না। আমার পরিচালক যেভাবে ভেবেছেন, দেখতে চেয়েছেন সেভাবে করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা দর্শক পর্দায় দেখবেন।’

শুটিং শেষ হলেও মনা চরিত্রের মধ্যেই অনেক দিন ছিলেন মাহফুজ আহমেদ। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি শুটিং শেষ করার পরদিন দেশের বাইরে চলে যাই। কারণ, আমি ‘মনা’ রোগে আক্রান্ত হয়েছিলাম। সেটি থেকে বের হতেই দেশ ছাড়ি। আশা করছি, সিনেমাটি মুক্তির পর সেটা আপনারাও অনুভব করবেন।’

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে দেখানো হয় ‘প্রহেলিকা’র ‘মেঘের নৌকা’ গানটি। আসিফ ইকবালের কথায় গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। পর্দায় সেই গানে নেচেছেন, ঠোঁট মিলিয়েছেন এবং রোমান্টিকতায় মেখেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। গানটি দেখে ও শুনে মুগ্ধতায় ভেসেছেন সবাই।

‘প্রহেলিকা’ সিনেমার শুটিং গত বছরের ২ নভেম্বর সিলেটে শুরু হয়। একটানা কাজ করে একই বছরের ২২ ডিসেম্বর সিনেমাটির দৃশ্য ধারণ শেষ হয়। পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা