ময়মনসিংহে মোস্তফা হত্যা: দুই যুগ পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২

প্রায় দুই যুগ আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চাঞ্চল্যকর মোস্তফা হত্যা ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

সোমবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ভাষ্যমতে, রবিবার বিকাল সাড়ে চারটার দিকে নূর মোহাম্মদকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ফতেহ নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালের ১১ অক্টোবর নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। এরপর তার নামে ঈশ্বগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলা হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফতেনগর (আউজহাটি) গ্রামের মৃত সামসুল হকের ছেলে।

ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :