এইচএসসির ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবদেক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০২

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে বেলা সাড়ে ১১টায় ফল প্রকাশ করা হবে। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল পাবেন শিক্ষার্থীরা। আর দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।

এর আগে এইচএসসির ফল প্রকাশের জন্য ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে সে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। পরে ফল প্রকাশের জন্য ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেন তিনি।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা শুরু ৩০ মে

তিন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অবৈধ ঘোষণা ইউজিসির

ঢাবি শিক্ষক সমিতির বিবৃতি একপেশে ও অনাকাঙ্ক্ষিত: ইউট্যাব

সীতাকুণ্ডের ঢাবি পড়ুয়াদের নেতৃত্বে তানভীর ও নাহিদ

ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও বৃত্তি প্রদান

রোজাদারদের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেহমানখানা

ঢাবির এ এফ আর হল ইসলামিক স্টাডিজ কনসোর্টিয়ামের নেতৃত্বে নিয়ামত-রবিউল

ক্যাম্পাসে নবাগত ছাত্রদের দখলে নিতে ছাত্রলীগের দুপক্ষের মারামারি, আহত ৮

বরিশাল শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের কারণদর্শানোর সময় বৃদ্ধি

এই বিভাগের সব খবর

শিরোনাম :