নতুন বই ছাড়াই উদ্বোধন হলো জবির স্টল

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৫

‘পড় বই গড় দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে অমর একুশে বইমেলায় বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টল (নং: ৭৭৯-৭৮০) এর উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৩-জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টল সাজ-সজ্জা কমিটির আহবায়ক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, সহকারী প্রক্টরবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

স্টল বরাদ্দ পেলেও এবছর নতুন কোন বই প্রকাশ করতে পারেনি তারা। নতুন কোন বই ছাড়াই এবছর বই মেলায় অংশগ্রহণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০২২ সালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা নতুন কোন বই প্রকাশ করেনি।

জানা যায়, ২০১৭ সালে ৫টি, ২০১৮ সালে ৫টি, ২০১৯ সালে ৩ টি, ২০২০ সালে ৮টি, ২০২১ সালে ৩টি বই প্রকাশ করলেও এ বছর নেই নতুন কোন বই। গত ৬ বছরে জবি বই প্রকাশ করেছে ২৪টি যেখানে ঢাবি প্রকাশ করেছে ১২টি।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক বলেন, বই প্রকাশ করার ধীরগতির প্রক্রিয়ার কারণে এই বছর আমাদের বইগুলো প্রকাশ করতে একটু দেরি হচ্ছে। বর্তমানে আমাদের পাঁচটিও বেশি বইয়ের পান্ডুলিপি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদি সেগুলো বইমেলা শেষ হওয়ার আগে আমাদের হাতে এসে পৌঁছায়, তবে আমরা এই বইমেলায় সেগুলো প্রদর্শন করব।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রধান অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, বর্তমানে আমাদের মোট সাতটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে, বই প্রকাশ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেমন- বইগুলোর পান্ডুলিপি তৈরি করতে হয়, রিভিউ করতে হয়, এ প্রক্রিয়াগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে আমরা আমাদের বইগুলো যথাসময়ে প্রকাশ করতে পারিনি।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা এ পর্যন্ত ১৮টিও বেশি বিভিন্ন গবেষণাধর্মী বই প্রকাশ করেছি। এবছরও আমরা সাতটি বই প্রকাশের চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের দুটি বই রিভিউ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো রিভিউ এর কাজ চলছে। যদি সেগুলোর পজিটিভ রিপ্লে আসে তবে আমরা দ্রুত সেগুলো প্রকাশের ব্যবস্থা করব।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

যে কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে না নোবিপ্রবি

ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষার্থীদের জন্য শরবতের আয়োজন ঢাবি অধ্যাপকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ্ উদ্দিন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

এই বিভাগের সব খবর

শিরোনাম :