মাহি-রাকিবের সঙ্গে নৈশভোজ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সঙ্গে নৈশভোজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শান্ত সুমন নামের এক যুবক। নিহত শান্ত সুমন মাহির স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্টে মাহি ও রাকিবের সঙ্গে নৈশভোজ করে মোটরসাইকেল চালিয়ে গুলশান অ্যাভিনিউয়ের প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন শান্ত। তখন একটি মাইক্রোবাস এসে তার গাড়িকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গুলশান থানার ওসি বি এম ফরমান আলী বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে একটি মাইক্রোবাস মোটরসাইকেল আরোহী শান্ত সুমনকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হন। পরে তাকে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার সময় মারা গেছেন।’

তিনি জানান, মাইক্রোবাসচালক আবদুল কুদ্দুস তাদের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় রাকিব সরকার বলেন, শান্ত সুমন তার রাজনৈতিক সহকর্মী ছিলেন। স্ত্রী মাহিয়া মাহি ও শান্ত সুমনসহ তিনি গুলশানের একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। পরে তিনি ও মাহিয়া মাহি বেরিয়ে যান। কোরিয়ানা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সুমন যখন গুলশান অ্যাভিনিউয়ের প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন, তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

নেপালের জলবিদ্যুৎ কিনছে ভারত, অপেক্ষায় বাংলাদেশ

দেশের তাপমাত্রা মে মাসে রেকর্ড ভাঙার আশঙ্কা

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :