ঝালকাঠিতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ১৮:৪৬
অ- অ+

ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামে নদীতে পরে দুই সহোদরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। এরা ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের দিনমজুর সুমন হোসেনের ছেলে।

নিহত মো. আমানুল্লাহ ও তার ভাই আব্দুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিমখানার প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।

স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেক সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাঁখুজি করে। পরে নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় দুই ভাইকে দাফন করার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণ ইসলামি স্কলার হিসেবে সারা বিশ্বে পরিচিত এম মাজহারুল ইসলাম 
লক্ষ্মীপুরে ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ
শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা