নীলাম্বরী কাজীবাড়ী

নীল সমুদ্দুরের মাঝে লালটিপ পরিহিত সন্দ্বীপ।
তারই দখিনা দুয়ারে নি:সর্গের নাভিমূলে
নীল চাঁদোয়া জড়ানো পদ্ম দীঘির ঘাট পেরিয়ে নারিকেল বীথিকায়
আলিঙ্গনাবদ্ধ কাজীবাড়ী।
ঘাষের ঘাগড়ায় ফড়িং নাচে, দাদরা তালে বাতাস দোলে।
পাতায় পাতায় প্রণয়লিপি।
সাগরের জলের গান আর অবারিত সবুজের সিম্ফনি। জোছনা রাতে শিরিন সমীরন, লাবণ্যের মায়াবী অনুরণন।
পুষ্প লতায় বৃষ্টি ভেজা আমার জন্মমাটির আঙ্গিনায় রুপোলী রোদ
আমাকে প্রগাঢ় ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়।
আমি দীপিত, পুলকিত। স্মৃতি জাগানিয়া দিনটি শৈশবে আমার মায়ের উষ্ণ সোহাগ চুম্বনের কথা মনে করিয়ে দেয়।
স্ফটিক স্বচ্ছ্ব আলোতে দেখি মায়ের অমেয় ভালোবাসার স্বরলিপি।
এই ভিটেতেই লেপ্টে আছে আমার পূর্ব পুরুষের যাপিত জীবনের ,
উচ্ছ্বল প্রণয়ের আর স্বপ্ন সুখের সাতকাহন।
চারপাশে ভালোলাগা ভালোবাসার গুচ্ছ গুচ্ছ আয়োজন।
নিঝুম চরাচরে নীরবে নিমগ্ন আমি সমুদ্রের উর্মিমালার পংক্তিমালা পাঠ করে পরম মমতায় খুলেছি মনের পাপড়ি, এঁকেছি ভালোবাসার জলছবি।
অনুভবের আয়নায় দেখি আমার মায়া কাননে আমি অথৈ স্মৃতিকাতর, অন্তহীন অনন্তের দীঘল যাত্রায় হার্দিক ভালোবাসার এক নির্বাক পিরামিড।
পিরামিডটি কাজীবাড়ীর ভিটেমাটিতে দাঁড়িয়ে আদিগন্ত প্রশ্বাস নেয়।
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা

নোবেল বিজয়ী জাপানি লেখক কেনজাবুরো ওয়ে মারা গেছেন

‘সৃজনশীল সাহিত্যের আবেদন সর্বকালীন’

“শতবর্ষে সোমেন” শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন শুরু শুক্রবার

সেই ছেলেটি!

১০ মার্চ শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন

দুরন্ত বিপ্লবের কথা মনে আছে? তার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বইমেলায় এসেছে সাবিত সারওয়ারের ছড়াকাব্য ‘প্রেস কনফারেন্স’
