মাদারীপুর বাসদুর্ঘটনা

ভোরে একসঙ্গে বের হলেন, বিকালে বড় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরলেন ছোট ভাই

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ১০:১২
নিহত আশফাক উজ্জামান লিঙ্কনের (৪০) ফাইল ফটো, ডানে দুর্ঘটনা কবলিত বাস।

আশফাক উজ্জামান লিঙ্কন (৪০) ও ইসরাক হোসেন (৩৪) দুই ভাই। তারা দুজনই রবিবার সকালে মাদারীপুরের শিবচরে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটিতে ছিলেন। ছোট ভাই ইসরাক দুর্ঘটনার আগে নেমে গিয়ে রক্ষা পান। আর বড় ভাই লিঙ্কন বাসদুর্ঘটনায় মারা গেছেন। দুই ভাই ও এক বোনের মধ্যে লিঙ্কন সবার বড়।

তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায় । গতকাল রবিবার যখন ছোট ভাই তার বড় ভাইয়ের লাশ নিয়ে যখন বাড়ি এলেন তখন এক করুণ দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনরা হাউমাউ করে কাঁদছেন। মা-বাবা মুর্ছা যাচ্ছেন।

জানা গেছে, খুলনা থেকে রবিবার ভোরে ঢাকার উদ্দেশে ছাড়ে ইমাদ পরিবহন। এর মধ্যে ছোট ভাই ইসরাক ফরিদপুরের ভাঙ্গায় নিজ কর্মস্থলের জন্য নেমে গেলেও বড় ভাই লিঙ্কন ঢাকা যেতে থেকেছেন বাসেই। কিন্তু শেষ পর্যন্ত আর ঢাকায় পৌঁছানো হলো না তার। মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৯ জনের প্রাণ গেছে। মৃত্যুর এই মিছিলে যোগ দিয়েছেন লিঙ্কনও।

ছোট ভাই ও বোনের বিয়ে হলেও লিঙ্কন এখনও বিয়ে করেননি। তিনি ঢাকায় থাকতেন। করোনার শেষ দিকে খুলনায় আসেন এবং পজিটিভ শনাক্ত হলে হাসপাতালে এক মাস চিকিৎসাধীন ছিলেন। তারপর থেকে তিনি খুলনাতেই আছেন। রবিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েও আর পৌঁছানো হয়নি তার।

বাবা শাহজাহান মোল্লা বলেন, ওরা দুই ভাই ভোর ৪টায় বাসা থেকে বের হয়ে যায়। ছোট ছেলে ইশরাক রাজবাড়িতে মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার। আর বড় ছেলে লিঙ্কন ঠিকাদারি করে। এখন ছোট ছেলেই বড় ছেলের লাশ নিয়ে বাড়িতে আসছে।

ইসরাক হোসেন বলেন, আমরা দুপুর ১২টার দিকে তার মৃত্যু নিশ্চিত হলেও বাবাকে জানাই দুপুর দেড়টার দিকে। মা অসুস্থ। তাই তাকে ঘটনা জানাইনি। কিন্তু লোকজনে বাড়ি ভরে যাওয়ার পর মায়ের বুঝতে বাকি নেই। তিনি বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :