ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, ঈদ টিকিট শুধু অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২৩, ২২:৫৬

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঈদযাত্রার ১০ দিন আগে সব আন্তঃনগর ও ঈদ স্পেশাল ট্রেনের টিকিট শুধু অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এমন ঘোষণা দিলেন খোদ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনও।

রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, এবার কোনো স্টেশনেই ঈদযাত্রার টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। কাউন্টার থেকে সিটবিহীন টিকিটও বিক্রি হবে না। শুধু অনলাইনেই ৭ এপ্রিল থেকে টানা ১১ এপ্রিল পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। ঈদযাত্রায় কোনো টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ঈদযাত্রায় সব আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। এতে স্টেশন কেন্দ্রিক ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগ হবে না। অনলাইনে যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারবে না, সেই সব লোক অন্য কোনো উপায়ে গ্রামে ছুটবেন। অনিশ্চয়তার মধ্যে রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কেবল অনলাইনেই মিলবে ট্রেনের টিকিট।

মন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না, শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

(ঢাকাটাইমস/২১মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের বৃহত্তর বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই: মার্কিন রাষ্ট্রদূত

৯৫টি দেশের ৮ হাজার সংগঠনের মধ্যে প্রথম চারশোতে ‘কৃষকের বাতিঘর’

সুন্দরবন প্রবেশে জুন থেকে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা

সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা জোরদারের তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

৯৯৯ এ ফোন দিয়ে দুবাইগামী বোনকে উদ্ধার, দুই পাচারকারী আটক

বাজেটে মুক্তিযোদ্ধা সংসদের জন্য আরও বরাদ্দ চান আ ক ম মোজাম্মেল হক

প্রবাসী কর্মীদের সর্বোত্তম সেবা দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ইভিএমে কারচুপির সুযোগ নেই: সিইসি

এই বিভাগের সব খবর

শিরোনাম :