বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ পানামা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৮:০৩| আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৮:৪৮
অ- অ+

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩২ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এরপর কেটে গেছে তিনটি মাস। অতপর আবারও মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসিরা। শিরোপা জয়ের পর প্রথমবারের মতো আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৫টায়।

মধ্য আমেরিকার ছোট দল পানামার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৬৩ হাজার টিকেটের বিপরীতে ইতোমধ্যেই দেড় মিলিয়ন সমর্থকের আবেদন জমা পড়েছে যা নিয়ে হিমশিম খাচ্ছে আয়োজক কর্তৃপক্ষ।

৮৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির ২০ হাজার আসন সংরক্ষিত রাখা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য। বাকি আসনগুলেরা জন্য দুই ঘন্টার মধ্যে সব টিকেট বিক্রি হয়ে গেছে। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার পেসো (৬০ মার্কিন ডলার)। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪৯ হাজার পেসো (২৪৫ ডলার)।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ক্লডিও টাপিয়া বলেছেন এক লাখ ৩০ হাজারেরও বেশি মিডিয়া এ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন পত্র জমা পড়েছে। অথচ স্টেডিয়ামটিতে সাংবাদিকদের জন্য মাত্র ৩৪৪টি আসন বরাদ্দ রয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা