ঢাবির আরবি বিভাগের নতুন চেয়ারম্যান ড. যুবাইর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৯:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের অন্যতম আরবি বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে তিন বছরের জন্য নিয়োগ দেন। এদিন দুপুরে বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদির আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ১৯৭৬ সালে কক্সবাজার জেলার ধরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা হতে প্রথম বিভাগে দাখিল ও আলিম পাশ করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ হতে ১৯৯৬ সালে বি এ (অনার্স) ও ১৯৯৭ সালে এম এ (প্রথম শ্রেণিতে প্রথম) পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষ করার পর সিভিল সার্ভিসে যোগ দেন। ২০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বিসিএস তথ্য ক্যাডারের সদস্য হিসেবে ২০০১ সালে জয়পুরহাটের জেলা তথ্য অফিসার পদে যোগদান করেন। পরবর্তীতে বদলি হয়ে তিনি কিছুদিন নোয়াখানীতে জেনা তথ্য অফিসারের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি আরবি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করে অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, আরবি বিভাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহনযোগ্য হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা থাকবে। সিনিয়র শিক্ষকবৃন্দসহ বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অ্যাকাডেমিক উন্নয়নে একান্তভাবে সচেষ্ট থাকব। পাশাপাশি বিভাগের অবকাঠামগত উন্নয়নেও অবদান রাখার চেষ্টা করব।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাতীয় পরিবেশ পদক পেলেন বেরোবির অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ

পা দিয়ে লিখে ভর্তিযুদ্ধে হাবীবুর, স্বপ্ন বড় আলেম হওয়ার

‘যৌন নিপীড়নের অভিযোগ ভিত্তিহীন’ সংবাদ সম্মেলনে অধ্যাপক কাফী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিবজার নতুন কমিটির শ্রদ্ধা

ঢাবির ভর্তি পরীক্ষা: আসন ২৫টি, পাস করেছেন ১০ জন

কত নম্বর পেয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন রাজশাহী কলেজের নাফিজ?

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

হিজাব ইস্যুতে ঢাবি উপাচার্যের প্রতি ‘অনাস্থা’ জানিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের

সশরীরে সমাবর্তন চান সাত কলেজ পড়ুয়ারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :