হেরিটেজ স্টেশনে

অজানা পথে একা হেরিটেজ রেলওয়ে স্টেশনে,
আলোর আসার অপেক্ষায় সন্ধ্যাবেলা শুরু হলো
কোনো সংশয় ছিলো না মনে!
প্রেমহীন একলা চলার পথ সমুদ্রের মতো সমতল,
এখনও সে প্রশ্ন করে যে মনে সে কোথায় থাকে
এতেদিন পর সে কার পাশে কে তার পাশে অচল!
শুধু শুধু আঁধারে একা একা রাস্তা হারিয়ে ফেলে,
অচেনা পাহাড়ের সামনে আজ একাই কেবল প্রতিফলিত
শরতের শুভ্র স্নিগ্ধতায় লেপ্টে রয়েছে যা হারিয়েছে হেসে খেলে!
আজও তার স্মৃতিমাখা সুপ্ত মায়াগুলো নিরালায় খুঁজেফেরে,
বৈশাখী মেঘের তলে একটি মুখ ছিল শুধু তার একান্ত দৃষ্টি
প্রকৃতির নীরবতায় রংধনুর মিতালিতে মায়াবী কানন ছেড়ে!
তার প্রেম ছিল সূর্য যা মনে জেগেছিল রাতের চাঁদ হয়ে,
সেই হেরিটেজ স্টেশনে আজও ফিরে আসে নির্বিঘ্নে
দিন এসে গেছে জীবন পাল্টে গেছে একক্ষণে সময়ও যায় বয়ে!সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

কাজী নজরুল ছিলেন মানবজাতির কবি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

নিজেকে খুঁজি

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ এক ধারাবাহিক উত্তরণের লেখচিত্র

প্রেম: দান্তে-বিয়াত্রিচে

ঘোর কাটে না গোর অবধি

আনন্দবাদী রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন

মা’র আশিসের শীতল-ছায়া

সংকট মোচন
