সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

রহমতউল্লাহ নামের সেই প্রযোজকের বিরুদ্ধে এবার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদাল।
সোমবার দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন।
বেলা পৌনে একটার দিকে শাকিব খান ওই আদালতে মামলা করেন বলে জানান তার আইনজীবী তানভীর আহমেদ তনু।
এর আগে চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে এই প্রযোজকের বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে মামলা করেছেন শাকিব খান।
গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগে এই মামলা করা হয়। এরপর নায়ক শাকিব খান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান। তবে সেদিন মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় তিনি মামলা করতে পারেননি।
এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।
অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন শাকিব খান। শাকিবের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।
এই প্রযোজক সিনেমাটির জন্য শাকিব খানের সঙ্গে কোনো ধরনের চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন মূল প্রযোজক ভারটেক্স মিডিয়ার স্বত্ত্বাধিকারী জানে আলম। মূলত ভারটেক্সের সঙ্গে সহ প্রযোজক হিসেবে চুক্তিবদ্ধ রহমত উল্লাহ।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএম/ইএস)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল করলেন হাইকোর্ট

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের খান আকরামসহ সাতজনের মৃত্যুদণ্ড

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

যুবদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা, হাইকোর্টের নজরে আনলেন আইনজীবীরা

নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মেয়র মুক্তি

অর্থপাচারের আরেক মামলায় এনু-রুপনের সাত বছর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ

এনু-রুপনের বিরুদ্ধে অর্থপাচারের আরেক মামলার রায় আজ

দুই দিনের রিমান্ডে বিএনপি নেতা দুদু ও স্বপন
