মেয়াদোত্তীর্ণ টেস্টি হজমি খেয়ে হাসপাতালে এতিমখানার ৮ শিশু

ব‌রিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ১৬:২৮| আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭:২৯
অ- অ+

মেয়াদউত্তীর্ণ টেস্টি হজমি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বরিশালের সদর উপজেলার একটি এতিমখানার ৮ শিশু-কিশোর।

সোমবার রাতে শিশুরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় বলে শিশু ওয়ার্ডের নার্স ইনচার্জ পারভীন আক্তার জানিয়েছেন।

শিশুরা হলো, মো. আবু বক্কর (১১), মো. আমিনুল (৯), আব্দুর রহমান (১৪), সাকিব (১২), ওমর ফারুক (১৩), রিয়াদ হোসেন (১৪), আদনান (৮) ও আবু তাহের (৯)।

তারা সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের হাফেজ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এতিখানার শিক্ষার্থী।

শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা স্থানীয় বাসিন্দা আবু হুরায়রা জানান. সোমবার রাতে তারাবীহ নামাজের পর মাদ্রাসার ৮ শিক্ষার্থী পাশের একটি দোকান থেকে টেস্টি হজমি খায়। এরপর ওই শিক্ষার্থীরা পেটে ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশু ওয়ার্ডের নার্স ইনচার্জ পারভীন আক্তার বলেন, মেয়াদোত্তীর্ণ টেস্টি হজমি খেয়ে শিশুদের পেটে ও শরীরে ব্যথা হয়। তাই তাদেরকে হাসপাতালে এনে ভর্তি করেন এতিমখানার সংশ্লিষ্টরা। ভর্তির পর রাত ৩টার দিকে তারা সুস্থ হয়। ভোরে সবাই হাসপাতাল ছেড়ে গিয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা