সাউদিকে টপকে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ১৮:৪৬

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ঘূর্ণিতেই নাস্তানাবুদ আইরিশ ব্যাটাররা। তুলে নিয়েছেন ফাইফার। তাতেই টপকে গেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বোচ্চ উইকেটের মালিক টাইগার দলনেতা সাকিব।

চট্টগ্রামের নিজের করা প্রথম বলেই লকান টাকারকে সাজঘরে পাঠান সাকিব। দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলে ফিরিয়েছেন ওপেনার রস আদায়ারকে। একই ওভারের শেষ বলে কট-বিহাইন্ড হন গ্যারেথ ডেলানি। তাতেই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাউদি সম-পর্যায়ে চলে যান এই টাইগার অলরাউন্ডার।

ইনিংসের ষষ্ঠ ওভারে আবারও বল করতে আসেন সাকিব। এই ওভারেও পেয়েছেন দুটি উইকেট। ওভারের তৃতীয় বলে জর্জ ডকরেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তাতেই সাউদিকে ছাড়িয়ে যান তিনি। আর শেষ বলে বোল্ড হন হ্যারি টেক্টরকে।

১৩৪ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন কিউইদের টেস্ট অধিনায়ক। আয়ারল্যান্ডের চতুর্থ উইকেট শিকার করেই সাউদিকে পেছনে ফেলে দেন সাকিব। ৫ম শিকারের পর তার নামের পাশে শোভা পাচ্ছে ১৩৬ উইকেট।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :