রাজধানীতে মধ্যরাতে প্রচণ্ড ঝড়বৃষ্টি, বাতাসের মানে উন্নতি

মধ্যরাতে রাজধানীতে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। এসময় প্রবল বৃষ্টিপাতও হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঢাকার আকাশে মেঘের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যা সোয়া ৭টার পরে শুরু হয় বিদ্যুৎ চমকানি। মুহুর্মুহু শব্দে বজ্রপাত হতে থাকে। এরপর শুরু হয় বৃষ্টি।
রাত সোয়া ১টার দিকে রাজধানীর ওপর দিয়ে বয়ে যায় প্রচণ্ড ঝড় । সেই সঙ্গে ভারি বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকে।
এমন বৃষ্টির পর শুক্রবার ঢাকার বায়ুমানের বেশ উন্নতি হয়েছে। এদিন সকাল ৭টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার অবস্থান ছিল ৩০তম, একিউআই স্কোর ছিল ৭৬। এই বাতাসের মানকে সহনীয় হিসেবে গণ্য করা হয়।
অথচ একদিন আগে বৃহস্পতিবার সকালে ১৮৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা।
(ঢাকাটাইমস/৩১মার্চ/এফএ)

মন্তব্য করুন