জয়ের পথে টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৩, ১২:২২

মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৯২ রানে গুটিয়ে যায় সফররত আয়ারল্যান্ড। ফলে ১৩৭ রানের লিড নেয় আইরিশরা। রান তাড়া করতে নেমে লাঞ্চ বিরতির আগেই জয়ের সুবাস পেয়ে যায় টাইগাররা। প্রথম সেশনের খেলা শেষে ২ উইকেটে তুলেছে ৮৯ রান। ফলে আর দরকার মাত্র ৪৯ রান।

এখন ২৪ রানে তামিম ও ২৯ রানে মুশফিক অপরাজিত রয়েছেন।

রান তাড়া করতে নেমে দ্রুত রান তুলতে ব্যস্ত হয়ে পড়েন টাইগার ওপেনাররা। আর সেটাই যেন ওপেনার লিটন দাসের জন্য কাল হয়ে দাঁড়ালো। ১৯ বলে ২৩ রান করে মার্ক আদায়েরর বলে বোল্ড আউট হয়েছেন তিনি। পরের উইকেটে খেলতে নেমে নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যাচ্ছে ওপেনার তামিম ইকবাল ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের কল্যাণেই জয়ের পথে রয়েছে টাইগাররা।

৮ উইকেটে ২৮৬ রানে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। চতুর্থ দিনের খেলায় আজ আবার ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রিন ও গ্রাহাম হুম। দলীয় স্কোরে ৩ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ম্যাকব্রিন। আউট হওয়ার আগে করেন ৭৬ রান। ১৫৬ বলে খেলা তার এই ইনিংসটি আটটি চার ও একটি ছয়ে সাজানো। এরপর ইবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন গ্রাহাম হুম। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৪ রান। আর শূন্য রানে অপরাজিত থাকেন বেন হোয়াইট।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তিনটি উইকটে নেন ইবাদত হোসেন। সাকিব আল হাসান পেয়েছে দুটি উইকেট। আর একটি উইকেটের দেখা পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :