চাঁদপুর-ঢাকা-বরিশাল রুটে ঈদে চলবে রকেট স্টিমার ও ফেরি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২২:২২ | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৩, ২০:২৮

ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌ-পথের যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ঈদ উপলক্ষে স্পেশাল রকেট স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিটিএ চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এবং চাঁদপুর হরিণা ফেরিঘাট ম্যানেজার ফয়সাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসির এক বার্তায় জানানো হয়, ঢাকা-চাঁদপুর-বরিশাল নৌ-রুটে ১৮ এপ্রিল মঙ্গলবার থেকে ১ মে সোমবার পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। এছাড়াও চাঁদপুর-শরিয়তপুর ফেরি নৌ-রুটে ঈদে স্পেশাল সার্ভিস হিসেবে ৫টি কে টাইপ ফেরি ও ১টি রো রো ফেরি চালু থাকছে।

নৌ-পরিবহন কর্পোরেশন চাঁদপুর-ঢাকা-বরিশাল রুটে ঈদে বিশেষ রকেট স্টিমার ও ফেরি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ নিয়েছে।

এ রুটে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান, আসন্ন ঈদে রকেট স্টিমার সার্ভিস চলাচল করলেও ঈদের পরও যেন এ রুটের যাত্রীদের ভোগান্তি লাঘবে এ সার্ভিস চালু রাখা হয়।

ঘাটের চা দোকানি ইব্রাহীম মিয়া ও লিটন মোল্লা, তেলের ব্যবসায়ী মোস্তফা মিয়া, ওমর ফারুকসহ অনেকে জানান, রকেট স্টিমার প্রায় ছয় মাস যাবত বন্ধ। তারা বলেন, এ রুটের যাত্রীদের দিক বিবেচনায় আগের মতো রকেট স্টিমার সার্ভিস চালু রাখা হোক।

চাঁদপুর রেল স্টেশন মাস্টার সোয়াইব সিকদার ও কয়েকজন টিটিই জানান, চাঁদপুরে রকেট সার্ভিস চালু করলে দক্ষিণাঞ্চলীয় জেলার যাত্রীদের ভ্রমণ আরামদায়ক ও নিরাপদ হবে। পরিবার-পরিজনদের জন্যও খুবই সুবিধা হতো। চাঁদপুর থেকে বরিশালের ভাড়াও কম মাত্র ১২০ টাকা। ওদিকে চাঁদপুর টু বরিশালের লঞ্চ ভাড়া ৩৫০-৪০০টাকা। ঈদে আরো বেশি নেয়। তাছাড়া রেল স্টেশন থেকে স্টিমার ঘাট মাত্র দুই মিনিট হাঁটার পথ।

চাঁদপুর বিআইডাব্লিউটিসি (বাণিজ্য) ম্যানেজার ফয়সাল চৌধুরী বলেন, দক্ষিণাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে চাঁদপুর রুটে ঈদ উপলক্ষে স্পেশাল সার্ভিস রকেট স্টিমার চালু করা হলেও এ রুটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করে পূর্বের ন্যায় রকেট স্টিমার চালু করার ব্যবস্থা করা হোক। এ রুটে এখনও প্রচুর যাত্রী রয়েছে, এতে সরকারের রাজস্ব আয় পূর্বের চাইতে কমার সম্ভাবনা নেই।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :