ভারী বর্ষণ-বন্যায় কঙ্গোতে ১৭৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ মে ২০২৩, ১২:১৬ | প্রকাশিত : ০৬ মে ২০২৩, ১১:২৫

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৭৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটলো। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে। দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে জানিয়েছেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ‘ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।’

এর আগে কালেহের সহকারী প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।

তিনি বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে। বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

এদিকে প্রতিবেশী দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।

(ঢাকাটাইমস/০৬মে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :