মাদারীপুরে পিকআপ উল্টে প্রাণ গেল চালকের

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৩, ১৪:৩৮
অ- অ+

মাদারীপুরের ডাসারে পিকআপ উল্টে শাকিল হাওলাদার (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাকিল হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাকিল নামে ওই চালক সকালে পিকআপে গরু বোঝাই করে উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ রাখতে না পারলে তার পিকআপটি উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ওই চালক গাড়িতে একাই ছিলেন। তার পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে করেছে পুলিশ। লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

(ঢাকাটাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
শিগগিরই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল
ডেঙ্গুতে আরও ৩৯৪ জন হাসপাতালে, একদিনে সর্বোচ্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা