ঘরে সুরঙ্গ খুঁড়ে লুকিয়ে ছিলেন শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামি

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৩, ২০:৩৭| আপডেট : ১৯ মে ২০২৩, ২০:৪৩
অ- অ+

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গালিব।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন খবরে রিপন হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি খাটের নিচে বিশেষভাবে তৈরিকৃত সুড়ঙ্গে বসবাস করছিলেন। এরপর শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি অফিসের সামনে নেতাকর্মীরা তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার একটি আদালত। এ ছাড়া ৪৪ জন আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেন একই আদালত। মামলাটিতে গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন লুকিয়ে ছিলেন।

(ঢাকাটাইমস/১৯মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা