২০২৬ বিশ্বকাপ: আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ধরন প্রকাশ

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন নিয়ে উঠে পড়ে নেমেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। ইতিমধ্যেই বাছাইপর্বের ধরনও প্রকাশ করে ফেলেছে।
এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে আফ্রিকার মোট ৫৪টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে নয়টি গ্রুপে। প্রতি গ্রুপের বিজয়ী দল প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপের মূল পর্বে অংশ নিবে।
গ্রুপের সেরা চার রানার্স-আপ দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। আন্ত:কনফেডারেশন টুর্নামেন্টের প্লে-অফ থেকে দুটি দল বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।
আলজেরিয়ায় অনুষ্ঠিত সিএএফ’র নির্বাহী কমিটির বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আগামী ১২ জুলাইয়ে আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় শহর বেনিনের কোটোনুতে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১৩-২১ নভেম্বর দুই পর্যায়ের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছর ৩-১১ জুন পরের ধাপ ও ২০২৫ সালের ১৭-২৫ মার্চ, ১-৯ সেপ্টেম্বর ও ৬-১৪ অক্টোবর বাছাইপর্ব শেষ হবে।
২০২৫ সালের ১০-১৮ নভেম্বর চার দলের প্লে-অফ অনুষ্ঠিত হবে। প্লে-অফের বিজয়ী দুটি দল উত্তর ও সেন্ট্রাল আমেরিকার দুটি ও এশিয়া, ওশেনিয়া ও দক্ষিণ আমেরিকার একটি করে দলের সঙ্গে প্লে-অফের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
(ঢাকাটাইমস/২০মে/এমএম)

মন্তব্য করুন