বাদাম ক্ষেতে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২৩, ১৩:৪৩| আপডেট : ২২ মে ২০২৩, ১৪:০৫
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাদাম ক্ষেত থেকে স্মৃতি বাছাড় (৪৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার জলিরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্মৃতি বাছাড় উপজেলার শান্তিপুর গ্রামের রঞ্জিত বাছাড়ের স্ত্রী।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুকসুদপুরে বাদাম ক্ষেতে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কুপিয়ে হত্যা করে বাদামের ক্ষেতে তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত স্মৃতি বাছাড়কে কিছু দিন আগে হত্যার চেষ্টা করা হয়েছিল। এর সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/২২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা