রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন>> বাড্ডার রেনু হত্যাকাণ্ড: সাক্ষীরা আসছে না, কবে শেষ হবে বিচার?
আর েপড়ুন>> উখিয়ায় ১৬ সোনার বারসহ যুবক আটক
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৩৪৩ ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৬৫ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬মে/এমএইচ/এফএ)

মন্তব্য করুন