ডিএমপিতে আটক জামায়াতের চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে

কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে যাওয়া জামায়াতের চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকের দুই ঘণ্টা পর জামায়াতের এই আইনজীবীদের ছেড়ে দিয়েছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আগামী ৫ জুন ঢাকায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী; তার অনুমতি চেয়ে চিঠি দিতে গিয়ে পুলিশ কার্যালয়ে দুই ঘণ্টা আটক ছিলেন দলটির চারজন আইনজীবী। তাদের আটকে রাখা হয়েছিল বলে শুরুতে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের ভাষ্য, আবেদন গ্রহণের আগে তাদের পরিচয় যাচাই করা হয়েছিল। জামায়াতের চিঠি নিয়ে সোমবার বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যান সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান, গোলাম রহমান ভুইয়া, আব্দুল বাতেন ও জালাল উদ্দীন ভুইয়া।
আরও পড়ুন: কর্মসূচির অনুমতি নিতে ডিএমপিতে গিয়ে জামায়াতের চারজন আটক
বিপ্লব কুমার সরকার জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করার পর আবেদন রেখে ওই চারজনকে ৬টার দিকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন, তারা কোনো মামলার আসামি কি না, তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। পরে তাদের আবেদন রেখে দেওয়া হয়। এরপর তারা চলে যান।
(ঢাকাটাইমস/২৯মে/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

আদালতে গিয়েও লাভ হবে না খালেদা জিয়ার

পিরোজপুর জেলা লেবার পার্টির ১৯ সদস্যের কমিটি গঠিত

খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন: রিজভী

নেতাকর্মীদের গ্রেপ্তারে জামায়াতের নিন্দা

মৃত্যুভয় উপেক্ষা করে নিরলস কাজ করছেন শেখ হাসিনা: এমপি দুর্জয়

দুর্বার গণ-আন্দোলনেই অবৈধ আ.লীগ সরকারের পতন হবে: যুবদল সভাপতি

অক্টোবরে আওয়ামী লীগের নতুন কর্মসূচি

হাসপাতাল ছাড়লেন এডিসি হারুনের নির্যাতনে আহত ছাত্রলীগ নেতা

অস্বাভাবিক সরকার তৈরির ষড়যন্ত্র হচ্ছে: ওবায়দুল কাদের
