শ্রীনগরের ধর্ষণ মামলার আসামিসহ ৫ জন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মে ২০২৩, ১৪:০১ | প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৩:২৮

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুস সাত্তার শেখ ওরফে ছত্তর এবং পুলিশের উপর হামলাকারী চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মিতু বেগম, মুনমুন বেগম, ইমরান শেখ ও আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের ভাষ্যমতে, গত ১৬ মে শ্রীনগর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই? এম এম আবু মুসাম্মা ও কনস্টেবল মো. মামুন শ্রীনগর থানার ধর্ষণ মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি আব্দুস সাত্তার শেখকে গ্রেপ্তার করতে শ্রীনগর থানার খৈয়াগাঁও এলাকায় যান। ছাত্তারের বাড়ির পাশে ফাঁকা জায়গায় উপস্থিত হলে আসামি আব্দুস ছাত্তার পুলিশ সদস্যদের দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেন। তখন এসআই আবু মুসাম্মা ও কনস্টেবল মো. মামুন আসামিকে গ্রেপ্তার করে হাতকড়া পরান।এ সময় ছাত্তারের ডাকে তার স্ত্রী, মেয়ে, ছেলে ও ছেলের স্ত্রীসহ পরিবারের বেশকিছু সদস্য দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে এসআই আবু মুসাম্মা ও কনস্টেবল মামুনের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে এসআই আবু মুসাম্মা শ্রীনগর থানায় বিষয়টি জানান। তখন থানা থেকে পুলিশ এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এসআই আবু মুসাম্মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। মামলায় মিতু বেগম, মুনমুন বেগম, ইমরান শেখ এবং আব্দুর রাজ্জাককে আসামি করা হয়। আসামিরা মামলার বিষয়টি জানতে পেরে আত্মগোপনে চলে যান।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার রাতে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুস ছাত্তার শেখ এবং পুলিশের ওপর হামলাকারী মিতু বেগম, মুনমুন বেগম, ইমরান শেখ ও আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আসামিরা ওই ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০মে/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

রাজশাহীতে বাবাকে হত্যার এক বছরের মাথায় স্ত্রীকে হত্যা, ফের গ্রেপ্তার সেই মুরাদ

বমি করে অভিনব কায়দায় ছিনতাই, গ্রেপ্তার ৩

বার ভাঙচুর-মদ লুট: তিতুমীর কলেজ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

অন্যের স্বত্ব নিয়ে দুর্নীতি: কপিরাইট অফিসের দুই কর্মচারী এখন অঢেল বিত্ত ভৈববের মালিক

পুলিশ সার্জেন্টকে মারধরের অভিযোগে কারাগারে জনতা ব্যাংকের ডিএমডির স্ত্রী-মেয়ে

উত্তরায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

আরসার গান কমান্ডার মুছা গ্রেপ্তার, বিপুল বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার

মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৪০টি দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :