গুলিস্তান থেকে সদরঘাট মেট্রোরেল করার ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ২১:৫৩

ভোগান্তি কমাতে রাজধানীর গুলিস্তান (গোলাপশাহ মাজার) থেকে সদরঘাট রুটে মেট্রোরেল করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব দেন। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাজধানীতে মানুষের দুর্ভোগ কমাতে সরকার মেট্রোরেল করে যাচ্ছে। গাবতলী-কমলাপুর-নারায়ণগঞ্জ ও গোলাপশাহ মাজার-সদরঘাট রুটে উড়াল ও পাতালের সমন্বয়ে ৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের লাইন নির্মাণ করা হবে।

তিনি বলেন, ঢাকা মহানগর ও তৎসংলগ্ন এলাকার যানজট নিরসন ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ছয়টি মেট্রোরেল লাইনের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এর বিস্তৃতি যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে গণপরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনবে। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

এরইমধ্যে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে।

(ঢাকাটাইমস/০১জুন/জেএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :