ঢাকাটাইমসে সংবাদ প্রকাশের পর পূবাইলে ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১৬:৪১

দৈনিক ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মিরের বাজার এলাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র‌্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। এসময় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ২ মে ‘পূবাইলে রোগীকে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

বুধবার (৭ জন) দুপুরে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ও সহিদা খাতুন মেডিকেল সেন্টারে সঠিক কাগজপত্র না থাকায় এই জরিমানা করা হয়।

র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহের নেতৃত্বে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা ও সহিদা খাতুন মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- র‌্যাব-১ এর আওতাধীন পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার জুলফিকার আলীসহ অনন্যা সদস্যবৃন্দ।

(ঢাকাটাইমস/০৭জুন/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :