সেন্সরে প্রশংসিত নিরব-বুবলীর ‘ক্যাসিনো’, পেল আনকাট ছাড়পত্র

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৩, ১২:০৫| আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:১০
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল নিরব হোসেন ও শবনম বুবলী জুটির প্রথম ও আলোচিত সিনেমা ‘ক্যাসিনো’। ফলে পূর্বের ঘোষণা অনুযায়ী ঈদে সিনেমাটি মুক্তিতে কোনো বাধা রইল না।

রবিবার বিকালে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন। এদিন সন্ধ্যায় মেলে মুক্তির অনুমতি। একইসঙ্গে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন।

ঢাকা টাইমসকে বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক সৈকত নাসির। তিনি বলেন, ‘বেশ কয়েকদিন আগে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। রবিবার ছবিটি দেখে কোনো সমস্যা ছাড়াই পাস করে দিয়েছেন বোর্ডের সদস্যরা। আমাকে ফোনে খবরটি জানিয়ে ছবিটির প্রশংসা করেছেন তারা।’

সেন্সর ছাড়পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করে বোর্ডের প্রিভিউ কমিটির অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘দেখার পর ‘ক্যাসিনো’কে ঈদের ছবি মনে হয়েছে। সেন্সরে প্রিভিউয়ের সময় কোনো কোনো সিনেমাকে সিনেমা মনে হয় না। এটিকে সত্যিকারেরই সিনেমা মনে হয়েছে।’

২০১৯ সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান ও অর্থ পাচার নিয়ে সিনেমাটির গল্প। এতে গোয়েন্দা সংস্থার এক সদস্য ‘নেওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন।

এই অভিনেতা জানান, এটি তার জন্য একটা আলাদা গল্পের, আলাদা চরিত্রের ছবি। বলেন, ‘সরকারি পোশাক পরে অভিনয়ের একটা আলাদা ব্যাপার আছে। এই ছবিতে আমার পোশাক থেকে শুরু করে গেটআপ, চলাফেরা, কথা বলা— সবই আলাদা। ফলে ছবিটির জন্য আমাকে বাড়তি সময় দিতে হয়েছে।’

সিমপ্লেক্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘ক্যাসিনো’। নিরব-বুবলী ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, দিলরুবা দোয়েল ম্যাশ, ডন প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির এবং চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

জানা গেছে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ এ পর্যন্ত ১৬টি হল চূড়ান্ত হয়েছে ‘ক্যাসিনো’ মুক্তির জন্য। হল সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে গোপন আস্তানায় অনলাইন ক্যাসিনোর মূল হোতাসহ সাত জুয়াড়ি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা