মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ১৪:৪৯

মানিকগঞ্জ ও সিংগাইরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইরের শায়েস্তা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। নিহত ওই ট্রাক চালকের নাম ঠিকানা জানা যায়নি।

এঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে, সকাল ৮টার দিকে সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের তালতলা এলাকায় মালবাহী পিকআপ খাদে পরে হৃদয় (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। এসময় ওই পিকআপে থাকা আরো চারজন শ্রমিক গুরুতর আহত হন।

আরও পড়ুন: সরকারি প্রণোদনার আওতায় আদিবাসীদের ঐতিহ্যবাহী রাঙাপাতি

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুর্ঘটনায় মানিকগঞ্জ সদর থানা ও সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :