দর পতনের শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬০ বারে ৮৬ হাজার ৩২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারদর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮৬ বারে ৩ লাখ ৭৬ হাজার ৭০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারদর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৫৮ বারে ৪ লাখ ৩৫ হাজার ৭৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, মুন্নু এগ্রোর ২.৮২ শতাংশ, এডিএন টেলিকমের ২.৮১ শতাংশ, রতনপুর স্টিলের ২.৭৭ শতাংশ, আজিজ পাইপসের ২.৭১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২.৫২ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ২.৩২ শতাংশ শেয়ারদর কমেছে।
(ঢাকাটাইমস/২৬জুলাই/এজে)

মন্তব্য করুন