দুই জেলায় নতুন এডিসি
দুই জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- ফেনী ও ময়মনসিংহ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) শফিকুর রিদোয়ান আরমান শাকিলকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক এবং আইএমইডির উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. মইনউদ্দিন খন্দকারকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তারা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলা) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এসএস/কেএম)