পুরুষের চেয়ে নারীদের ওজন বেশি বাড়ে কেন জানেন?

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৩, ১২:৪০

খুব বেশি খাওয়াদাওয়া না করেও ওজন বাড়ছে? মহিলাদের ক্ষেত্রে এমনটা অনেক সময় দেখা যায়‌। কখনো কখনো পুরুষরা বেশি খাওয়াদাওয়া করলেও তেমন ওজনধারী হন না, যতটা হন মহিলারা।

কিন্তু কেন এমন হয়? কী ভাবছেন? হাঁটাচলা বা শরীরচর্চা করেন না বলেই এরকম হচ্ছে?

আসল আরেকটি কারণ হয়তো অনেকেই জানেন না। সম্প্রতি তারই খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ইদানীং খোঁজ মিলেছে তিনটি বিশেষ জিনের। সেই জিনগুলোর বিশেষ গড়নের কারণেই পুরুষের চেয়ে ওজন বেশি বাড়ে মহিলাদের।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, জিনটির মধ্যে বিশেষ বিন্যাসের কারণেই মহিলাদের এই সমস্যা দেখা দেয়‌। পুরুষদের মধ্যে কি নেই সেই জিন? বিজ্ঞানীদের কথায়, তাদের দেহেও রয়েছে একই জিন। কিন্তু সেটি সেভাবে কার্যকর নয়।

এই বিরল জিনের খোঁজ নিয়ে বিশেষজ্ঞ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পেরি বলেন, এই কারণেই ওজন বেড়ে যাওয়ার পেছনে জিন, লিঙ্গ, বয়সের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নজর দিতে হয়। সবকিছুকে একসঙ্গে দেখলে হয় না।

বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী, DID01, PTPRG ও SLC12A5 তিনটি জিনের কারণে মহিলাদের বিএমআই বেশি হয়। যদিও এই জিনগুলোর কোনো প্রভাব পুরুষদের শরীরে নেই। এই তিনটি জিনে সমস্যা থাকলেই ওজন বাড়তে থাকে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এজে)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :